সদ্য প্রকাশিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গুরুত্বপূর্ণ সদস্য ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি পোস্ট করে দলের নেতৃত্বের কাছে সততা ও স্বচ্ছতার প্রশ্ন তুলেছেন। তার পোস্টটি বিশেষভাবে দলের একজন গুরুত্বপূর্ণ নেতা সারজিসের সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে একটি প্রশ্নবোধক আলোচনা তৈরি করেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ডা. জারা উল্লেখ করেছেন যে, সম্প্রতি তার নিজ জেলার একটি বৃহৎ যানবাহন বহরের আগমন জনমানুষে কিছু প্রশ্ন সৃষ্টি করেছে।
পোস্টে তিনি লেখেন, ‘তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, আমার আসলে এই মুহূর্তে কোনও টাকা নেই। ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়্যালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিলো এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে।’
ডা. জারা তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘এর পরিপ্রেক্ষিতে এত বড় একটি আয়োজনের অর্থায়ন ও ব্যবস্থাপনা সম্পর্কে মানুষের মধ্যে কিছু প্রশ্ন উঠেছে, যা দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার ওপর প্রভাব ফেলতে পারে।’
তিনি লেখেন, ‘আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব।’
ডা. তাসনিম জারা তার পোস্টের শেষে সারজিসকে অনুরোধ করে লেখেন, ‘আমি আশা করি, বিষয়টি তুমি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।’
ডা. তাসনিম জারার এই পোস্টটি দলের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানিয়ে লেখেন, ‘যা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক কর্মীদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।’