প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৭:৫৪ এএম (ভিজিটর : )
কোপা দেল রে ফাইনালে এবার হচ্ছে এল ক্লাসিকো। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বুধবার মেত্রোপলিতানো স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় ফাইনালে হ্যান্সি ফ্লিকের দল।
বার্সেলোনায় সেমিফাইনালের প্রথম লেগে আট গোলের থ্রিলারের পর ২৭তম মিনিটে বক্সের মধ্যে থেকে ফেরান তোরেসের প্রচেষ্টাই কাতালান জায়ান্টদের ফাইনালে ওঠার জন্য যথেষ্ট ছিল।
লামিনে ইয়ামালের বাড়ানো বলে তোরেসের নিচু শটে বাঁ দিক দিয়ে কিপার হুয়ান মুসোকে পরাস্ত করে বল।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে আপ্রাণ চেষ্টা করে অ্যাতলেতিকো। বদলি নামা আলেক্সান্দার সোরলোথ খুব কাছ থেকে গোলের সহজ সুযোগ নষ্ট করেন। বার্সা লিড ধরে রেখে জয় নিশ্চিত করে।
আগের দিন রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ৪-৪ গোলে দ্বিতীয় লেগ ড্র করে রিয়াল। ৫-৪ গোলের অগ্রগামিতায় তারা ফাইনালে। এক দশকেরও বেশি সময় পর কাপ ফাইনালে তারা বার্সার মুখোমুখি হবে।
রিয়াল ও বার্সার কোপা দেল রে ফাইনালে দেখা হয়েছে ১৮ বার। রিয়াল ১১ জয়ে এগিয়ে। সবশেষ ২০১৪ সালের ফাইনালে ভ্যালেন্সিয়াতে ২-১ গোলে জিতেছিল মাদ্রিদ ক্লাব।