প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১০:৪০ পিএম (ভিজিটর : )
২০২৪ আগস্ট পরবর্তী সময়ে আমাদের একজন জাতীয় বীর সৌমিত্র দা আজ আমাদের ছেড়ে চলে গেছেন,যার অবদান কতটুকু সেটা হয়তো বলে আমরা বোঝাতে পারবো না | অবহেলা এবং চিকিৎসার অভাবে আজ উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, উনি ৭ ই মার্চের বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে সশরীরে প্রতিবাদ করতে গেছিলেন তখন তাকে নির্মমভাবে পেটানো হয়েছিল এবং সেই আহতর পরে তাকে সঠিক চিকিৎসাও দিতে পারেনি,বিভিন্ন সময় কিছু ডাক্তার তার কাছে পাঠিয়ে কিছুটা চিকিৎসা করা হয়েছিল কিন্তু সেটা যথেষ্ট ছিল না , আমরা অনেক নেতা কর্মীকে অনেকবার বলছিলাম তার একটু খবর নেওয়ার জন্য কেউই নেইনি, পরবর্তীতে অর্থ কষ্ট এবং চিকিৎসার অভাবে স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর চেতনা বুকে ধারণ করে দুনিয়া থেকে চলে গেলেন | এই মানুষটা আবেদিনকে বলছিল আবেদিন প্রয়োজন হলে রক্ত দেবো তারপরও ৭ই মার্চের বাতিলের প্রতিবাদ করব সেই মানুষটা প্রতিবাদ করেছিল এবং আজ নির্মমভাবে পৃথিবী থেকে চলে গেলে !