পরীক্ষা শুরুর ২০ মিনিটের পর সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডের পর বিষয়টি ছড়িয়ে পড়লে বেকায়দায় পড়েছেন প্রশাসন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ‘আমাদের চৌহালী’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে ওই প্রশ্ন ছড়িয়ে দেওয়া হয়। ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উপজেলা প্রশাসনের তৎপরতায় বেলা ১১টার দিকে গ্রুপ থেকে সেটি সরিয়ে নেওয়া হয়।
আমাদের চৌহালী নামের ফেসবুক গ্রুপটির অ্যাডমিন মনিরুল ইসলাম চৌহালী উপজেলার খাসপুকুরিয়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকায় একটি কোম্পানিতে কর্মরত আছেন। গত ১০ বছর ধরে গ্রুপটি তিনি পরিচালনা করে আসছেন।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের চৌহালী নামে ফেসবুক গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলামের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হলেও দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ায় পরীক্ষায় এর কোনও প্রভাব পড়েনি।
আমাদের চৌহালী গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলাম বলেন, সানজিদা নামে একজন সকাল ১০টা ২০ মিনিটে গ্রুপে এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন পোস্ট করেন। পরে তিনি নিজেই তার পোস্ট ডিলিট করে দেন। সানজিদা নামের আইডিটা কার তা এখনও জানতে পারিনি। আইডি ভুয়াও হতে পারে। তবে বিষয়টি বিব্রতকর।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের রাজশাহী বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, চৌহালীতে এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন আপলোড করার বিষয়টি শুনেছি। তবে পরীক্ষার হল বা কেন্দ্র থেকে আপলোড করেছে বা তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে তা এখনও জানায়নি। পরীক্ষার হল বা কেন্দ্রের কেউ জড়িত থাকলে বোর্ড, অন্যথায় স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে। এতে পরীক্ষায় কোনও প্রভাবই পড়েনি।