বাংলা উর্দু English
 শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
বাংলা উর্দু English
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম: ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত      খনিজ সম্পদ নিয়ে সই হলো কিয়েভ-ওয়াশিংটন সমঝোতা স্মারক      সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক      অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি হবে: সৈয়দা রিজওয়ানা হাসান      জিম্মি মুক্তি দিলেই গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে: যুক্তরাষ্ট্র      বৈঠকের সিদ্ধান্তে সন্তুষ্ট নন, আবার আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের      গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো      
জাতীয়
নির্বাচন কোনও অবস্থাতেই জুন থেকে পেছাবে না: আসিফ নজরুল
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৫:৩০ পিএম  (ভিজিটর : )
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে— আমরা যেন বিচার করে যাই। হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে, ৫০-৬০ হাজার মানুষ শারীরিকভাবে স্থায়ী ক্ষতির শিকার হয়েছে। তিনি বলেন, ‘বিচারের দাবি তো গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা। কোনও বিচার না করে নির্বাচন করলে আমরা মানুষের কাছে, নিজের কাছে জবাব দেবো কীভাবে। সুতরাং, বিচার ও সংস্কারের কাজের কারণে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়। কিন্তু আমরা বলেছি যে, কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে যাই বলুক না কেন। প্রধান উপদেষ্টা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন— কোনও অবস্থাতেই নির্বাচন জুনের থেকে পেছাবে না।’

বুধবার (১৬ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


আসিফ নজরুল বলেন, ‘বিএনপি বলেছে— আমাদের যে সংস্কার ভাবনা, সেটা তাদের দলের অনেক পুরনো ভাবনা। ওনারা সংস্কারপন্থি দল, আমরা সম্মত হয়েছি। অবশ্যই বিএনপি সংস্কারপন্থি দল। আমাদের কথা হচ্ছে, আমাদের যে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন আছে— তাদের প্রস্তাবনার বিষয়ে বিএনপি ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা বলেছে যে, ২-৩ দিনের মধ্যে কমিশনের সঙ্গে তারা বৈঠকে বসবে। সংস্কারের সঙ্গে তারা ঐকমত্য পোষণ করে এবং জুলাই সনদের কাজ দ্রুত হয়ে যাবে— এটাও তারা আমাদের আশ্বাস দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে, বিএনপি সংস্কারের বিষয়ে অত্যন্ত আন্তরিক।’

তিনি আরও বলেন, ‘একটা বিষয় নিয়ে দ্বিমত হতে পারে যে, ওনারা বলেছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয়। আমরা বলেছি যে, আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্ট থাকলে, কোন উপদেষ্টার কথা কিছুটা বিভ্রান্তি তৈরি করে— আমরা বলেছি, যে যাই বলুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বারবার বলেছেন, সেটাই আমাদের অবস্থান। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি। ডিসেম্বর থেকে জুন মানে আমরা ইচ্ছা করে, দেরি করে মে বা জুন মাসে নির্বাচন করবো, সেটা না। ডিসেম্বর থেকে জুন অর্থ হচ্ছে— যত তাড়াতাড়ি সম্ভব, ক্ষমতা একটু ভোগ করার জন্য, কিংবা অকারণে আমরা এক মাস, দুই মাস ক্ষমতায় বেশি থাকলাম, বিষয়টা সেটা মোটেও না। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা জানতে চেয়েছেন— সংস্কার যদি হয়েও যায় তাহলে দেরি করার কী আছে। আমরা বুঝিয়েছি যে, জুলাই সনদ প্রণয়ন হলেও প্রয়োজনীয় আইনগত নীতিগত ব্যবস্থা নিতে সময় লাগে। উদাহরণ হিসেবে আমরা বলেছি যে, ডিজিটাল সুরক্ষা আইন ২৩ বার ড্রাফট করা হয়েছে, মতামত নেওয়ার জন্য। জুলাই সনদ কয় দিনে হয়ে যাবে, সেটা তো আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো না।’

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না, ওয়াশিংটনকে ঢাকার বার্তা
ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
খনিজ সম্পদ নিয়ে সই হলো কিয়েভ-ওয়াশিংটন সমঝোতা স্মারক
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক

সর্বাধিক পঠিত

শেখ মুজিব একটি দেশ, একটি জাতি-রাষ্ট্রের স্রষ্ঠা
শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকলে দেশকে আজ কাঁদতে হতো না
একাত্তরের ২৫ মার্চের অন্ধকার রাতের নৃশংসতার ফিরে আসা: ড. ইউনূসের শাসনে আগস্ট ২০২৪
লাকসাম উপজেলায় সিএনজি গ‍্যারেজের আড়ালে ভেজাল শিশু খাদ্য উৎপাদন।
সৌমিত্র দা আজ চলে গেছেন

জাতীয়- এর আরো খবর

PRIVACY POLICY
TERMS OF USE
CAB ALL RIGHTS RESERVED
সম্পাদক: মো: লোকমান হোসেন রাজু
Editor: MD Lokman Hossain Raju
Telephone: +1 267 222 8618
Email: [email protected]
[email protected]
Address: 2540 Oxford Court(Ground Floor)
Hatfield, PA 19440
USA
ফলো করুন চ্যানেল আমেরিকা বাংলা - খবর
© ২০২৪ - ২০২৫ চ্যানেল আমেরিকা বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
🔝