প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৪:০৩ পিএম (ভিজিটর : )
কক্সবাজারের টেকনাফে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা শিক্ষার্থী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে টেকনাফের লেঙ্গুরবিল লম্বরীঘাট সমুদ্রসৈকতে মরদেহ দুটি ভেসে আসে।
মৃত দুই শিশু হলো– টেকনাফ সদর ইউনিয়নের খুনকারপাড়ার নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) এবং কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)।
এর আগে রবিবার বেলা পৌনে ১টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্টে সমুদ্রে তিন শিশু গোসলে নেমে স্রোতের টানে ভেসে যায়। সে সময় নুর কামাল নামে ১০ বছরের এক শিশুর মরদেহ পাওয়া গেলেও নজরুল আর বাবুল নিখোঁজ ছিল।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিখোঁজ দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।