প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ২:৩৭ পিএম (ভিজিটর : )
মুফতি মাহবুবুর রহমান (৩৫)। তার বাড়ি নেত্রকোণার মদনে হলেও নরসিংদী জেলার মাধবদী উপজেলার একটি মসজিদের খতিব ও একটি মাদরাসার মুহতামীম ছিলেন। গতকাল শুক্রবার খুতবা শেষে মসজিদেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। অতঃপর মৃত্যু হয় তার।
শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের সময় মাধবদী উপজেলার একটি মসজিদে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমানের বড় ভাই আব্দুল মান্নান।
মৃত মাহাবুবুর রহমান উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মহিউদ্দিন মুন্সির ছেলে। এছাড়া তিনি মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের খেলাফত মজলিশের সভাপতি ছিলেন।
মৃতের ভাই আব্দুল মান্নান বলেন, মাহবুবুর রহমান নরসিংদী জেলার মাধবদী উপজেলার একটি মসজিদের খতিব ও একটি মাদরাসার মুহতামীম ছিলেন। শুক্রবার জুমার নামাজের আগে ইসলামিক আলোচনার পর খুতবা পাঠ করেন মাহবুব। খুতবার শেষে মুসল্লিদের সুন্নত নামাজ আদায় করার জন্য বলেন তিনি। একপর্যায়ে মাহবুব অজ্ঞান হয়ে পড়েন। মুসল্লিরা প্রথমে তাকে মাধবদী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকার শ্যামলী নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে মাহবুব মারা যান।
চিকিৎসক জানিয়েছেন, মাহবুবুর রহমান স্ট্রোক করেছেন। তার মুত্যুতে কর্মস্থল, গ্রামের বাড়ি ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।