প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৩ এএম (ভিজিটর : )
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলফিয়ার জিহাদ নামে ছয় বছরের এক শিশুকে পানিতে ফেলে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মানসিক বিকারগ্রস্ত এক বাবা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর ) রাত ৯টার দিকে ঘাতক বাবার দেওয়া তথ্য মতে এশিয়ান হাইওয়ে সড়কের পাশের জল্লা থেকে ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে। অভিযুক্ত বাবা জুবায়ের হাসান হিমেল নরসিংদীর সাটির পরা ইউনিয়নের নগরকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে।
অভিযুক্ত জুবায়ের বরাত দিয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ মিজান জানান, জোবায়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে তার স্ত্রী তাকে ফেলে অন্যত্র চলে যান। পরে ছেলে জুলফিয়ার জিহাদকে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া চলে আসেন। ছেলেকে লালনপালন ও কাজকর্ম নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন তিনি। ছেলেকে বোঝা মনে হওয়ায় গেল সোমবার দুপুরে তাকে পানিতে ফেলে হত্যা করেন। মঙ্গলবার বিকেলে ৫টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়িতে এসে নিজেই ছেলেকে হত্যার কথা বলেন।
তিনি জানান, তাৎক্ষণিক ভুলতা ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিস এসে এশিয়ান হাইওয়ে সড়কের মুন্সি পেট্রোল পাম্পের সামনে একটি জলাবদ্ধ ডোবার মধ্যে কচুরিপানার নিচ থেকে জুলফিয়ার জিহাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক বাবাকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।