প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৭ এএম (ভিজিটর : )
ফাইল ফটো
সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্রুপের তিনটি ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকে শ্রম আইনের ১৩(১) ধারায় ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
জানা যায়, ১৫% ইনক্রিমেন্ট ও ২৫ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে ৩য় দিনের মত কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। এ সময় ছুটি ব্যতীত ফ্যাক্টরি থেকে বের হয়ে যাওয়া, অনৈতিক দাবি নিয়ে স্টাফদের ওপর চড়াও হওয়া ও উৎপাদন বন্ধ রাখেন তারা। ফলে বুধবার (১১ ডিসেম্বর) থেকে শ্রম আইনের ১৩(১) ধারায় ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।
এদিকে, ফ্যাক্টরি বন্ধ থাকায় শ্রমিকরা সকাল থেকে ফ্যাক্টরি সামনে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানা যায়।