অর্থ: ‘আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাকে ডাক। আর তাদেরকে বর্জন কর, যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে’। (সূরা: আল আরাফ, আয়াত: ১৮০)
অর্থ: ‘বলুন: আল্লাহ বলে আহ্বান কর কিংবা রহমান বলে, যে নামেই আহ্বান কর না কেন, সব সুন্দর নাম তারই। আপনি নিজের নামাজ আদায়কালে স্বর উচ্চগ্রাসে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দেও পড়বেন না। এতদুভয়ের মধ্যমপন্থা অবলম্বন করুন’। (সূরা: বনী ইসরাঈল, আয়াত: ১১০)
হজরত আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার নিরানব্বই— এক কম একশটি নাম রয়েছে। যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে, সে জান্নাতে যাবে। অপর বর্ণনায় আছে, তিনি বিজোড়, (তাই) বিজোড়কে ভালোবাসেন’। (বুখারি, হাদিস: ২৭৩৬, ৭৩৯২; মুসলিম, হাদিস: ২৬৭৭; তিরমিজি, হাদিস: ৩৫০৬; ইবনু মাজাহ, হাদিস: ৩৮৬০)
প্রিয় পাঠক রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ৯৯ নাম (আসমাউল হুসনা/ইসমে আজম) ও তার অর্থ তুলে ধরা হচ্ছে। আর এরই ধারাবাহিকতায় আজ দেওয়া হলো ১৫তম নাম ও তার অর্থ-
الْغَفَّارُ
বাংলা উচ্চারণ: আল-গফ্ফার
অর্থ: পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল, পুনঃপুনঃ মার্জনাকারী
উল্লেখ্য, আল্লাহর গুণবাচক নামগুলো আরবি। আর আরবি শব্দের উচ্চারণ বাংলায় বিশুদ্ধভাবে সম্ভব নয়। তারপরও আমরা যতটা সম্ভব আল্লাহর নাম (আসমাউল হুসনা) এর উচ্চারণ সঠিকভাবে লেখার চেষ্টা করেছি। তবে অতি সতর্কতার জন্য অনুরোধ, কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে বিশুদ্ধ উচ্চারণ শুনে ও বুঝে ভালো ভাবে শিখে নেবেন। আর এটিই আল্লাহর ৯৯ নাম মুখস্থ করার সহজ উপায়।
ইয়া আল্লাহ! আপনার গুণবাচক নামগুলো আমাদের সবাইকে মুখস্থ করার তাওফিক দান করুন। আমিন।