প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২:২৫ পিএম (ভিজিটর : )
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার সঙ্গে দিনাজপুরে বেড়েছে শীত। চার দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ফলে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যের দেখা মেলেনি।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বৃহস্পতিবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।
এদিকে, সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় সর্বত্রই কুয়াশাচ্ছন্ন প্রকৃতি। সেই সঙ্গে বইছে হিমবাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। এমন অবস্থার মধ্যেও জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হচ্ছেন। শীতের পাশাপাশি কুয়াশা বেশি হওয়ায় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি।