বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, হেলেনা ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার দিবাগত মধ্যরাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ অবস্থায় তাকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিলো। পরে ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেলেনা।
তিনি আরো বলেন, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ৪ জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছে ২০ জন। এর মধ্যে পুরুষ ১২ জন, মহিলা ৬ জন ও শিশু রয়েছে ২ জন।
মমেক হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। ভর্তি অবস্থায় আন্তরিকতার সঙ্গে চিকিৎসক ও নার্সরা চিকিৎসাসেবা দিচ্ছেন।